পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
পাসপোর্ট
নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক এখন ঘরে বসেই করা যায় অতি সহজে। বিভিন্ন দেশ থেকে মানুষ
সৌদি আরবে যায় বিভিন্ন ধরনের ভিসা নিয়ে । তবে আমাদের দেশের কিছু এজেন্সিরা বেশিরভাগ
সময় ভিসা নিয়ে সাধারণ মানুষের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকে । তাই আপনি যে
কারণেই হোক না কেন সৌদি আরবে যেতে চান তাহলে আপনার উচিত হবে পাসপোর্ট নাম্বার দিয়ে
আপনার সৌদি ভিসা চেক করে নেওয়া।
বর্তমানে আপনি এখন ঘরে বসেই অতি সহজেই অনলাইনে সৌদি ভিসা চেক করতে পারেন।অনলাইনে
সৌদি ভিসা চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন ভিসাটির স্পন্সর কোম্পানির
নাম,ভিসার মেয়াদ , ভিসার ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য।
পেজ সূচিপত্রঃপাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
অনলাইনে সৌদি ভিসা চেক করার প্রয়োজনীয় তথ্য
অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য আপনার অনেকগুলো তথ্যের প্রয়োজন পড়ে সে তথ্যগুলো আপনাকে অনলাইন ভিসা চেক করার আগেই সংগ্রহ করে রাখতে হবে যে তথ্যগুলো আপনার প্রয়োজন লাগবে তা নিচে দেওয়া হল
- পাসপোর্ট নাম্বার (passport number)
- ভিসা নাম্বার (visa number)
- ভিসার ধরন , বা Visa Type (যেমন: ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা ,হজ ভিসা ইত্যাদি )
- ভিসা ইসুকারি দূতাবাস (Mission location)
- বর্তমান জাতীয়তা(Nationality)
সৌদি ভিসা চেক এর প্রয়োজনীয়তা
আপনি সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে একটি পাসপোর্ট তৈরি করেছেন তারপর আপনি সেই দেশে বিভিন্ন ধরনের ভিসায় যেমন ভিজিট ভিসা হজ ভিসা ওয়ার্ক ভিসা ইত্যাদি ভিসা তৈরি করতে দিয়েছেন এখন আপনার রেডি তার আগেই আপনাকে আপনার প্রয়োজনের ক্ষেত্রে সৌদি ভিসাটি অবশ্যই চেক করার প্রয়োজন কিভাবে চেক করবেন বা কি কারনে চেক করবেন নিচে এর প্রয়োজনীয়তা অল্প কথায় তুলে ধরা হলো ঃ
- ভিসার মেয়াদ যাচাই:
ধরুন আপনি বাংলাদেশ থেকে সৌদিতে ভিজিট ভিসায় যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন কিন্তু আপনার ইচ্ছা সেই দেশে গিয়ে আপনি প্রায় এক বছর বা তার কম সময়ে ভিজিট প্রবলেম করবেন কিন্তু আপনি দেখলেন আপনার ভিসার মেয়াদ ৩ মাস তাহলে তো আপনার সব প্ল্যান ভেসে গেল তাই আগে থেকেই ভিসার মেয়াদ চেক করে নেওয়ার দরকার
- ভিসার ধরন:
আপনি যখন একটি ভিসা করার জন্য বিভিন্ন ধরনের এজেন্সির সাথে যোগাযোগ করবেন বা তাদের কাছ থেকে ভিসা তৈরি করে নিবেন তাহলে আপনি কোন ধরনের ভিসা আপনাকে দিচ্ছে আপনার এজেন্সি তা আগে থেকেই চেক করে নেওয়া উচিত যেমন আপনি যেতে চাচ্ছেন আমরা ভিসায় কিন্তু আপনার এজেন্সি আপনাকে ভিজিট ভিসা হাতে ধরে গেছে তাহলে আপনি পড়ে যাবেন মহা বিপদে তাই আগে থেকেই চেক করে নিন ভিসার ধরন।
- ভিসার রেকর্ড আপডেট:
আপনার ভিসার রেকর্ড আপডেট আছে কিনা তা আগে থেকেই আপনাকে চেক করে নিতে হবে অনেক সময় ভিসার তথ্য ইমিগ্রেশন সিস্টেমে সঠিকভাবে আপডেট হয় না
- প্রতারণা থেকে বাঁচার জন্য:
আপনার ভিসা চেক করা অতীব প্রয়োজন বা জরুরি এই কারণে আপনাকে আপনার এজেন্সি যে ভিসাটি হাতে ধরিয়ে দিচ্ছে সেটি মধ্যে কোন প্রতারণা আছে কিনা তাই আগে থেকেই আপনাকে আপনার ভিসা চেক করে নিতে হবে।
সৌদির ভিসার ধরন
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার আগে আপনাকে জানতে হবে আপনি কোন ধরনের ভিসায় যাচ্ছেন। সৌদি আরব সরকার প্রবাসীদের জন্য সাধারণত কয়েক ধরনের ভিসা দিয়ে থাকে । সে গুলো হলো
- হজ ভিসা
- ওমরা হজ ভিসা
- কাজের ভিসা
- ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা
যারা হজ ভিসায় সৌদি গমন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র হজের মৌসুমে তাদেরকে কয়েকদিন থেকে কয়েক মাসের জন্য সৌদি আরব সরকার হজ্ব ভিসার অনুমতি দিয়ে থাকেন। আপনার ভিসায় যে কয়েকদিনের মেয়াদ দেয়া থাকবে সে কয়দিনে আপনি সৌদি আরব হজের উদ্দেশ্যে থাকতে পারবেন তার ব্যতিক্রম ঘটলে বিভিন্ন রকমের আইনের ঝামেলায় পড়তে পারেন ।
হজ ভিসা এবং ওমরা হজ ভিসা প্রায় একই নিয়ম আপনার যে কয়দিন ভিসায় মেয়াদ থাকবে সে কয়দিন সৌদি আরবে থাকতে পারবেন ।
কাজের ভিসা বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার প্রবাসী কাজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে থাকেন। তাদেরও কাজের ভিসার যে চুক্তিপত্র গুলো থাকবে যত বছর মেয়াদ থাকবে সে অনুযায়ী আপনি সৌদি আরবে কাজের জন্য বসবাস করতে পারবেন বা থাকতে পারবেন ।
টুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসা এই ভিসায় আপনি সৌদিতে গেলে টুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসার নিয়ম অনুযায়ী যে কয়দিন মেয়াদ থাকবে ততদিন আপনি সৌদি আরবে বিভিন্ন শহর ঘুরে দেখতে পারবেন ।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
বর্তমান সময়ে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করা যায় অতি সহজে । আপনি চাইলেই যে কোন দেশের ভিসা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন খুব অল্প সময়ে। তার জন্য আপনাকে প্রথমে যাচাই করে নিতে হবে কোন পোর্টালে আবেদন করেছেন। নিচের ধাপ গুলি অনুসরণ করে সহজেই আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে পারবেন । তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে সৌদি ভিসা চেক করবেন।
MOFA ওয়েব সাইটে প্রবেশ ঃ
প্রথমে আপনাকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের(ministry of foreign affairs)অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, ওয়েবসাইটটি আরবি ভাষায় লেখা থাকবে আপনি যদি ইংরেজিতে দেখতে চান তাহলে ওয়েবসাইটের বাম দিকে থাকা মেনুতে এই অপশনে ক্লিক করো এর মাধ্যমে ভাষা ইচ্ছামতো পরিবর্তন করে ইংরেজিতে কনভার্ট করতে পারবেন তারপর আপনি সকল তথ্যগুলো প্রদান করবেন। ওয়েবসাইটের ঠিকানা হলো www.visa.mofa.gov.sa/
প্রয়োজনীয় তথ্য প্রদান :
উপরে উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি একটি ফর্ম দেখতে পাবেন সেখানে আপনার পাসপোর্ট নাম্বার, জাতীয়তা ,ভিসার ধরন এবং কোন দেশ থেকে আবেদন করেছেন তা সঠিকভাবে পূরণ করতে হবে।
নিচের প্রতিটি ধাপের জন্য বিস্তারিত নির্দেশনা দেওয়া হল ঃ
- Passport number :
এই বক্সে আপনার পাসপোর্ট নাম্বার সঠিকভাবে ইনপুট করতে হবে কি পাসপোর্ট ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় কারণ এটির ডিজিটাল পদ্ধতিতে যাচাই করা সহজ হয়
- Nationality:
ন্যাশনালিটি ঘরে আপনাকে আপনার জাতীয়তা নির্বাচন করতে হবে অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক তা উল্লেখ করতে হবে বাংলাদেশী নাগরিক হলে বাংলাদেশ নির্বাচন করবেন ।
- Visa type:
এখানে আপনার ভিসার ধরন সিলেক্ট করতে হবে ,যদি আপনি কাজের জন্য যেতে চান তবে ওয়ার্ক নির্বাচন করবেন ।আর যদি ভ্রমণের জন্য যান তবে ভিজিট নির্বাচন করতে হবে ।কোন সন্দেহ থাকলে অভিজ্ঞ কারো সাথে পরামর্শ নিতে পারেন অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।
- Visa issuing authority:
এই স্থানে আপনার ভিসা ইস্যু করা দূতাবাসের অবস্থান দিতে হবে ।বাংলাদেশী নাগরিকদের জন্য এটি সাধারণত ঢাকা হবে ,যদি আপনি বাংলাদেশ থেকে ভিসা পেয়ে থাকেন।
ক্যাপচার কোড লিখুন:
সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর আপনাকে একটি ক্যাপচার কোড লিখতে হবে ।এটি একটি নিরাপত্তা ব্যবস্থা যা নিশ্চিত করে যে আপনি একজন প্রকৃত ব্যবহারকারী।
সার্চ বাটনে ক্লিক :
সর্বশেষ সার্চ বাটনটিতে ক্লিক করুন আপনার দেওয়া তথ্য সঠিক হলে নতুন একটি পৃষ্ঠায় আপনার ভিসার বর্তমান অবস্থা বা টেটাস দেখতে পাবেন যদি ভিসাটি ইস্যু হয়ে থাকে তবে আপনি ভিসার বিস্তারিত তথ্য যেমন ভিসার মেয়াদ ,ভিসা আবেদনকারীর নাম, জন্ম তারিখ ইত্যাদি দেখতে পাবেন ।যদি এটি কখনো প্রক্রিয়াধীন থাকে তবে সেই সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।
সৌদি ভিসা চেক করার লিংকঃ
বর্তমানে সৌদি ভিসা চেক করার জন্য বিভিন্ন ধরনের লিংক রয়েছে যার মধ্যে অন্যতম হলো www.visa.mofa.gov.sa এই লিংকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ।
এই ওয়েবসাইট থেকে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সহজেই আপনার ভিসার বৈধতা যাচাই করতে পারবেন ।এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি জানতে পারবেন আপনার ভিসার স্পন্সর কোম্পানির নাম ,ভিসার মেয়াদ ,ভিসার ধরন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।
এছাড়া আপনি চাইলে বাংলাদেশ বা সৌদি আরব সরকারের অনুমোদিত ভিসা অফিস বা ভিসা এজেন্সি অফিসে যোগাযোগ করতে পারেন।
এই পদ্ধতিটি ভিসা চেক করার সবচেয়ে নির্ভরযোগ্য ও সহজ উপায় এর মাধ্যমে আপনি যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আপনার ভিসার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পারেন ।যার ফলে আপনাকে এজেন্ট বা দালালের উপর নির্ভর করতে হবে না । এতে করে আপনি প্রতারনার হাত থেকে রক্ষা পেতে পারেন এবং আপনার ভিসা সম্পর্কিত সব তথ্য স্বচ্ছ ভাবে জানতে পারেন।
মোবাইল অ্যাপ এর মাধ্যমে ভিসা চেক
সৌদি সরকারের অফিসার ওয়েবসাইটের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার যে নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এ ছাড়াও মোবাইল এপস এর মাধ্যমেও পাসপোর্ট নাম্বার দিয়ে সজিব ভিসা চেক করা যায়।
আগে যেখানে আমরা সৌদি ভিসা চেক করতে ভিসা সেন্টারে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো অথবা বিভিন্ন এজেন্টের মাধ্যমে খোঁজখবর নিতে হতো সেখানে আমরা অতি সহজেই ওয়েবসাইট এর মাধ্যমে বা মোবাইল অ্যাপস এর মাধ্যমে ঘরে বসেই সৌদি ভিসা চেক করতে পারছি।
সৌদি ভিসা চেক করার জন্য যে অ্যাপটি প্রয়োজন হবে সেটি প্রথমে মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গিয়ে "সৌদি ভিসা চেক "নামের অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে। অ্যাপটি ইন্সটল করা হলে অ্যাপসটি ওপেন করে নিতে হবে তারপর অ্যাপস এর থাকা নির্দেশনা অনুযায়ী আপনার পাসপোর্ট নাম্বার, জাতীয়তা, ভিসার ধরন, এপ্লিকেশন আইডি, ক্যাপচার কোড, এগুলো সঠিকভাবে পূরণ করার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে তারপর কিছুক্ষণের মধ্যেই আপনার সৌদি ভিসার বিস্তারিত তথ্য দেখা যাবে। এভাবে অ্যাপসের মাধ্যমে আমরা অতি সহজেই আমাদের সৌদি ভিসা চেক করে নিতে পারি।
সৌদি ভিসা বাংলায় অনুবাদ করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য আমরা উপরে উল্লেখিত ধাপ গুলো অনুসরণ করব। তার পর আমাদের সেই স্বপ্নের ভিসাটি কমপ্লিট হওয়ার পর দেখা যাবে যে সৌদির ভিসায় তাদের নিজস্ব ভাষা আরবি ভাষায় থাকবে। কিন্তু আমরা অনেকেই সেই আরবি ভাষার বঙ্গানুবাদ বা বাংলা অনুবাদ জানিনা ।তাহলে কিভাবে আমরা সেই আরবি ভাষাকে বাংলায় অনুবাদ করতে পারি চলুন জেনে নেওয়া যাক সেই নিয়ম:
সৌদি আরবের ভিসায় আরবি ভাষায় থাকা লেখাগুলোকে আপনি বাংলায় অনুবাদ করতে চাইলে সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো গুগল ব্রাউজার ওপেন করতে হবে । তারপর আপনাকে google translate লিখে ইন্টার দেওয়ার পর যেই ওয়েবসাইটটি প্রথমে আসবে সেটি ওপেন করতে হবে। তারপর আপনাকে আরবি টু বাংলা সিলেক্ট করতে হবে আরবির ঘরে আপনার ভিসাতে থাকা আরবি লেখাটি কপি করে সেখানে পেস্ট করতে হবে ।তাহলেই আপনি আরবি থেকে বাংলা অনুবাদটি অতি সহজে পেয়ে যাবেন।
এছাড়াও আপনি আগের মতোই যে কোন ব্রাউজারে গিয়ে আরবি টু বাংলা ট্রান্সলেট লিখে সার্চ করার পর যে পেজটি পাবেন সেখানে আপনি আরবি অপশনে আগের মতই আপনার ভিসায় থাকা আরবি লেখাটি কপি করে সেখানে পেস্ট করে দিলেই আপনি সরাসরি আরবী থেকে বাংলা অনুবাদ পেয়ে যাবেন।একই নিয়মে আপনি আরবি ভাষা থেকে যে কোন ভাষায় অনুবাদ করতে পারবেন।
শেষ কথাঃ
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে পারবেন ।
বর্তমান ডিজিটাল যুগে আপনি চাইলেই সব দেশের ভিসা পাসপোর্ট অনলাইন এর মাধ্যমে চেক করে নিতে ।আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ।যদি ভিসা চেক নিয়ে আপনার কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন আমাদের কে।
ধন্যবাদ আপনাকে আশা করছি এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েছেন এবং বুঝেছেন।পরবর্তীতে আপনাদের জন্য আরো নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ।



স্মার্টজোনবিডির নীতি মালা মেনে কমেন্ট করুননীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url