রাষ্ট্র বিজ্ঞান ১ম পত্র

ডিগ্রী প্রথম বর্ষ , রাষ্ট্র বিজ্ঞান ১ম পত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ


  

  • রাষ্ট্র বিজ্ঞান ১ম পত্র
  • রাজনৈতিক ত্বত্ত্ব
  • বিষয় কোডঃ১১১৯০১



পেইজ সুচি পত্রঃ

অধ্যায় ১ : রাষ্ট্র ও রাষ্ট্রবিজ্ঞান

১।রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে?
উত্তরঃ রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, কার্যাবলি ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা সমাজবিজ্ঞান।
২।রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তরঃ চারটি – ভূখণ্ড, জনসংখ্যা, সরকার, সার্বভৌমত্ব।
৩।রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ  এরিস্টটল।
৪।রাষ্ট্রবিজ্ঞানের জননী কে?
উত্তরঃ প্লেটো।
৫।রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কাকে বলে?
উত্তরঃ সার্বভৌমত্ব।
৬।সার্বভৌমত্ব তত্ত্ব কে প্রবর্তন করেন?
উত্তরঃ জ্যাঁ বোদ্যাঁ।
৭।রাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তরঃ রাষ্ট্র একটি চিরস্থায়ী, সার্বভৌম রাজনৈতিক সংগঠন।
৮রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ সমাজ ব্যাপক, রাষ্ট্র সমাজের একটি রাজনৈতিক অংশ।
৯।রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়?
উত্তরঃ এটি নিয়ম, নীতি ও অভিজ্ঞতার আলোকে গঠিত।
১০।প্রাচীন রাষ্ট্রতত্ত্বে মূল লক্ষ্য কী ছিল?
উত্তরঃআদর্শ রাষ্ট্র গঠন।

অধ্যায় ২ : রাষ্ট্রের উৎপত্তি

১১।রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত প্রধান তত্ত্ব কয়টি?
উত্তরঃ চারটি – ঐশ্বরিক, বল, সমাজচুক্তি, ঐতিহাসিক/বিবর্তন।
১২।ঐশ্বরিক তত্ত্বে রাষ্ট্রের উৎপত্তি কীভাবে?
উত্তরঃ ঈশ্বর প্রদত্ত প্রতিষ্ঠান হিসেবে।
১৩। বল তত্ত্ব কাকে বলে?
উত্তরঃরাষ্ট্র শক্তি বা যুদ্ধ দ্বারা গঠিত হয়েছে বলে ব্যাখ্যা।
১৪।সমাজচুক্তি তত্ত্ব কারা দিয়েছেন?
উত্তরঃহবস, লক, রুশো।
১৫।হবসের মতে মানুষের স্বাভাবিক অবস্থা কেমন ছিল?
উত্তরঃ “Man is wolf to man” – অর্থাৎ মানুষ মানুষে শত্রু।
১৬।জন লকের সমাজচুক্তির মূল বক্তব্য কী?
উত্তরঃরাষ্ট্র নাগরিকের জীবন, স্বাধীনতা ও সম্পত্তি রক্ষার জন্য গঠিত।
১৭।রুশোর মতে সমাজচুক্তির উদ্দেশ্য কী?
উত্তরঃ সাধারণ ইচ্ছার বাস্তবায়ন।
১৮।ঐতিহাসিক/বিবর্তন তত্ত্বে রাষ্ট্র কিভাবে গড়ে উঠেছে?
উত্তরঃ পরিবার → কুল → গোষ্ঠী → জাতি → রাষ্ট্র।
১৯।সমাজচুক্তি তত্ত্বের দুর্বলতা কী?
উত্তরঃএটি কাল্পনিক, বাস্তবে কোনো চুক্তির প্রমাণ নেই।
২০।রাষ্ট্র উৎপত্তির কোন তত্ত্বটি সবচেয়ে গ্রহণযোগ্য?
উত্তরঃঐতিহাসিক বা বিবর্তন তত্ত্ব।

অধ্যায় ৩ : সার্বভৌমত্ব

২১।সার্বভৌমত্ব বলতে কী বোঝায়?
উত্তরঃ রাষ্ট্রের সর্বোচ্চ ও চূড়ান্ত ক্ষমতা।
২২।সার্বভৌমত্বের বৈশিষ্ট্য কয়টি?
উত্তরঃচারটি – স্থায়িত্ব, চূড়ান্ততা, অবিভাজ্যতা, সীমাহীনতা।
২৩। আইনগত সার্বভৌমত্বের প্রবক্তা কে?
উত্তরঃঅস্টিন।
২৪।রাজনৈতিক সার্বভৌমত্ব কাকে বলে?
উত্তরঃ জনগণের মধ্যে নিহিত বাস্তব ক্ষমতা।
২৫। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব কাকে বলে?
উত্তরঃ রাষ্ট্রের ভেতরে সর্বোচ্চ কর্তৃত্ব।
২৬।বহিরাগত সার্বভৌমত্ব কাকে বলে?
উত্তরঃআন্তর্জাতিক পরিসরে স্বাধীন অবস্থান।
২৭।সার্বভৌমত্ব বিভাজ্য নয় – কে বলেছেন?
উত্তরঃজ্যাঁ বোদ্যাঁ।
২৮।“Law is the command of the sovereign” – কার উক্তি?
উত্তরঃঅস্টিন।
২৯।সার্বভৌমত্ব সীমাহীন নয় – কে বলেছেন?
উত্তরঃ ডুগি।
৩০।বর্তমানে কোন ধরনের সার্বভৌমত্ব বেশি প্রাধান্য পাচ্ছে?
উত্তরঃ রাজনৈতিক সার্বভৌমত্ব।

অধ্যায় ৪ : সরকার ও শাসন ব্যবস্থা

৩১।সরকার কাকে বলে?
উত্তরঃ রাষ্ট্র পরিচালনাকারী সংস্থা।
৩২। সরকার কয়টি অঙ্গে বিভক্ত?
উত্তরঃ তিনটি – আইনসভা, নির্বাহী, বিচার বিভাগ।
৩৩।সরকার ও রাষ্ট্রের পার্থক্য কী?
উত্তরঃ রাষ্ট্র স্থায়ী, সরকার পরিবর্তনশীল।
৩৪।গণতন্ত্র কাকে বলে?
উত্তরঃ জনগণের হাতে রাষ্ট্রক্ষমতার ব্যবস্থা।
৩৫।গণতন্ত্রের জনক কে?
উত্তরঃআব্রাহাম লিংকন।
৩৬। একনায়কতন্ত্র কাকে বলে?
উত্তরঃ এক ব্যক্তির হাতে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রিকরণ।
৩৭।ফ্যাসিবাদ কাকে বলে?
উত্তরঃ স্বৈরাচারী জাতীয়তাবাদী শাসনব্যবস্থা।
৩৮।সমাজতন্ত্রের মূল লক্ষ্য কী?
উত্তরঃসামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা।
৩৯।একক শাসনব্যবস্থা কাকে বলে?
উত্তরঃ রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রে কেন্দ্রীভূত থাকা।
৪০। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কাকে বলে?
উত্তরঃকেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন।

অধ্যায় ৫ : সংবিধান ও আইন

৪১।সংবিধান কাকে বলে?
উত্তরঃ রাষ্ট্রের মৌলিক আইন।
৪২।লিখিত সংবিধান কাকে বলে?
উত্তরঃ দলিল আকারে রচিত সংবিধান।
৪৩ অলিখিত সংবিধান কোথায় বিদ্যমান?
উত্তরঃযুক্তরাজ্যে।
৪৪।সংবিধানের সর্বোচ্চ বৈশিষ্ট্য কী?
উত্তরঃ সর্বোচ্চ আইন হিসেবে প্রাধান্য।
৪৫।কঠোর সংবিধান কাকে বলে?
উত্তরঃপরিবর্তন করা কঠিন সংবিধান।
৪৬।নমনীয় সংবিধান কাকে বলে?
উত্তরঃসাধারণ আইনের মতো পরিবর্তনযোগ্য সংবিধান।
৪৭।বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?
উত্তরঃযুক্তরাষ্ট্রের সংবিধান (১৭৮৭)।
৪৮।মৌলিক অধিকার কাকে বলে?
উত্তরঃ সংবিধান দ্বারা প্রদত্ত নাগরিক অধিকার।
৪৯।মানবাধিকার বলতে কী বোঝায়?
উত্তরঃজন্মগত, সর্বজনীন ও অবিচ্ছেদ্য অধিকার।
৫০।আইনের শাসন কাকে বলে?
উত্তরঃআইনের সর্বোচ্চতা ও সকলের সমান অধিকার।

অধ্যায় ৬ : রাজনৈতিক প্রতিষ্ঠান

৫১।আইনসভা কাকে বলে?
উত্তরঃআইন প্রণয়নকারী সংস্থা।
৫২।একক কক্ষবিশিষ্ট আইনসভা কাকে বলে?
উত্তরঃএককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট।
৫৩ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোথায় বিদ্যমান?
উত্তরঃযুক্তরাষ্ট্র, ভারত।
৫৪।নির্বাহী বিভাগ কী কাজ করে?
উত্তরঃআইন বাস্তবায়ন ও প্রশাসন।
৫৫। বিচার বিভাগের মূল কাজ কী?
উত্তরঃ ন্যায়বিচার নিশ্চিত করা।
৫৬।বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে?
উত্তরঃনির্বাহী প্রভাবমুক্ত থেকে বিচারকার্য পরিচালনা।
৫৭।রাজনৈতিক দল কাকে বলে?
উত্তরঃজনগণের সমর্থনে রাষ্ট্রক্ষমতা অর্জনের সংগঠন।
৫৮।একদলীয় ব্যবস্থা কাকে বলে?
উত্তরঃএকটি দল রাষ্ট্রক্ষমতা ভোগ করলে।
৫৯। দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে?
উত্তরঃরাষ্ট্রক্ষমতায় পালাক্রমে দুটি দল আসে।
৬০বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?
উত্তরঃএকাধিক দল রাজনৈতিক প্রতিযোগিতায় অংশ নেয়।

অধ্যায় ৭ : আন্তর্জাতিক সম্পর্ক

৬১।আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে?
উত্তরঃ রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন।
৬২।জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ২৪ অক্টোবর ১৯৪৫।
৬৩।জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৬৪।জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কী?
উত্তরঃবিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা।
৬৫।জাতিসংঘের অঙ্গ কয়টি?
উত্তরঃছয়টি।
৬৬।নিরাপত্তা পরিষদে কতজন স্থায়ী সদস্য আছে?
উত্তরঃ৫ জন।
৬৭।ভেটো ক্ষমতা কারা ভোগ করে?
উত্তরঃনিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা।
৬৮।আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
উত্তরঃ নেদারল্যান্ডসের হেগে।
৬৯।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ১৯৪৮ সালে।
৭০। সার্বভৌম সমতার নীতি কী?
উত্তরঃ আন্তর্জাতিক অঙ্গনে সকল রাষ্ট্র সমান মর্যাদাপূর্ণ।

অধ্যায় ৮ : সমকালীন রাজনৈতিক ধারণা

৭১।জাতি কাকে বলে?
উত্তরঃ ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐক্যবদ্ধ চেতনায় গঠিত জনগোষ্ঠী।
৭২।জাতীয়তাবাদ কাকে বলে?
উত্তরঃ জাতির প্রতি আনুগত্য ও ঐক্যের চেতনা।
৭৩।বিশ্বায়ন বলতে কী বোঝায়?
উত্তরঃঅর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির আন্তর্জাতিকীকরণ।
৭৪।উপনিবেশবাদের প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তরঃঅর্থনৈতিক শোষণ।
৭৫।ঔপনিবেশিক মুক্তি আন্দোলনের ফল কী?
উত্তরঃ নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম।
৭৬।মানবাধিকার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর।
৭৭।গণতান্ত্রিক শাসনের প্রধান উপাদান কী?
উত্তরঃজনগণের অংশগ্রহণ।
৭৮।চাপ সৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) কাকে বলে?
উত্তরঃসরকারি নীতিনির্ধারণে প্রভাব বিস্তারকারী সংগঠন।
৭৯।NGO বা বেসরকারি সংস্থা কাকে বলে?
উত্তরঃসরকার বহির্ভূত জনকল্যাণমূলক সংগঠন।
৮০।বর্তমান বিশ্বে রাষ্ট্রবিজ্ঞানের মূল লক্ষ্য কী?
উত্তরঃরাষ্ট্রীয় সমস্যা সমাধান ও শান্তি প্রতিষ্ঠা।

খ-বিভাগ ( গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন)
(খ-বিভাগে ৮ টি প্রশ্ন থাকবে যে কোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে)৫*৪=২০

১.রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বুঝ ?
২. রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য লিখ ?
৩.রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদ সংক্ষেপে লেখ ।
৪.রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সামাজিক চুক্তি মতবাদের মূল কথা কি ? সংক্ষেপে লিখ।
৫.রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখ ।
৬. রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে লিখ ।
৭. সার্বভৌমত্ব কি ?
৮.সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণা সংক্ষেপে লেখ ।
৯.আইন ও নৈতিকতার মধ্যে সম্পর্ক কি?
১০.আইনের উৎস সমূহ সংক্ষেপে লেখ ।
১১.স্বাধীনতা বলতে কি বুঝ ?
১২.স্বাধীনতার প্রকারভেদ সংক্ষেপে লিখ ।
১৩.সাম্য বলতে কি বুঝায় ?
১৪.গণতন্ত্রের সংজ্ঞা দাও ?
১৫.আইনের শাসন বলতে কি বুঝ ?
১৬.কর্তৃত্ব বলতে কি বুঝায় ?
১৭.জকর্তৃত্বের উৎসবগুলো কি সংক্ষেপে লেখ ।
১৮.রাজনৈতিক দল বলতে কি বুঝায় ?
বা রাজনৈতিক দল কাকে বলে ?
১৯.রাজনৈতিক দলের কার্যাবলী সংক্ষেপে লেখ ।
২০.জনমত কি? বা জনমত বলতে কি বুঝ?
২১.জনমত গঠনের মাধ্যম সমূহ সংক্ষেপে লেখ 
২২.সংবিধান বলতে কি বুঝায়? 
২৩.একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ 
২৪.সুপরি পরিবর্তনীয় সংবিধান ও দুষ পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখ ।
২৫.এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য লেখ ।
২৬.ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কি?

-বিভাগ ( গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন)
(গ-বিভাগে ৮ টি প্রশ্ন থাকবে যে কোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে)৫*১০=৫০

১. রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও? এর প্রকৃতি ও পরিধি আলোচনা কর ।
২.রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বুঝ? রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৩.ঐতিহাসিক বা বিবর্তন মূলক মতবাদটি আলোচনা কর।
৪.রাষ্ট্রের সংজ্ঞা দাও? রাষ্ট্রের উপাদান গুলো কি কি আলোচনা কর।
৫.জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য গুলো কি কি আলোচনা কর।
৬.সার্বভৌমত্ব বলতে কি বুঝায়? সার্বভৌমত্বের একত্ববাদের ধারণাটি সমালোচনা সহ আলোচনা কর।
৭.সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণাটি আলোচনা কর। 
৮.আইন বলতে কি বুঝ ?আইনের উৎস গুলো আলোচনা কর
৯.স্বাধীনতা কি? স্বাধীনতার বিভিন্ন রূপ বা প্রকারভেদ গুলো আলোচনা কর।
১০.আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা কর। 
১১.সাম্য বলতে কি বুঝ? সাম্য ও স্বাধীনতার সম্পর্কে আলোচনা কর। 
১২.আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য গুলো আলোচনা কর।
১৩.গণতন্ত্রের সুবিধা ও অসুবিধা গুলো আলোচনা কর।
১৪. স্বৈরতন্ত্র কাকে বলে। স্বৈরতন্ত্রের বৈশিষ্ট্য ও গুণাবলী আলোচনা কর।
১৫.গণতন্ত্র বলতে কি বুঝায়? গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা কর। 
১৬.অধিকার বলতে কি বুঝ ?অধিকারের প্রকারভেদ ও বৈশিষ্ট্য আলোচনা কর।
১৭.নাগরিক বলতে কি বুঝ?  সু নাগরিকের গুণাবলী গুলো আলোচনা কর।
১৮. একটি জনকল্যাণমূলক রাষ্ট্রের কার্যাবলী আলোচনা কর। 
১৯.যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বুঝ ?এর বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।
২০.শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের সম্পর্ক গুলো আলোচনা কর।
২১.এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য গুলো আলোচনা কর।
২২.সংবিধান বলতে কি বুঝ ?একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা কর।
২৩.ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্ব আলোচনা কর। 
২৪.সার্বভৌমত্ব বলতে কি বুঝ? সার্বভৌমত্বের একত্ববাদী ধারণাটি সমালোচনা সহ আলোচনা কর।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্মার্টজোনবিডির নীতি মালা মেনে কমেন্ট করুননীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Md. Asraful Islam
Md. Asraful Islam
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট । তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন।